মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধা একটি করে বাড়ি পাবেন, যার নির্দেশনা দেওয়া হবে এই সপ্তাহের মধ্যে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি চলতি বছরের মধ্যে প্রত্যেক নারী বীর মুক্তিযোদ্ধাকে একটি করে বাড়ি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে, যার নির্মাণ ব্যয় হবে ১৫ লাখ টাকা। আমরা চাই প্রত্যেক মুক্তিযোদ্ধা সচ্ছলভাবে বেঁচে থাকুক।”
মোজাম্মেল হক আরও বলেন, “আমরা প্রত্যেক সরকারি হাসপাতালে ৩০ থেকে ৫০ লাখ টাকা অগ্রিম জমা করে রেখেছি। আমাদের মুক্তিযোদ্ধারা যাতে বিনা পয়সায় শতভাগ চিকিৎসা পান। কোনো মুক্তিযোদ্ধা বিনা চিকিৎসায় থাকবেন না।”
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রত্যেক মুক্তিযোদ্ধার নামের তালিকা দেওয়া আছে। মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় কী কী সুযোগ সুবিধা পাবেন ওয়েবসাইটে দেওয়া আছে।”
সম্মাননা অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, “স্বাধীনতার ৫০ বছরে এখন পর্যন্ত মহিলা মুক্তিযোদ্ধাদের কেউই সম্মাননা প্রদান করে নাই। আমাদের সরকার মুজিব বর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আজ আমরা এই সম্মাননার ব্যবস্থা করেছি। যা অত্যন্ত গর্বের ও মর্যাদার।”
সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধা মাখমুদা নার্গিস বলেন, “আজকে এই পঞ্চাশ বছর পর আমাদের নারীদের সম্মাননা আয়োজন করেছে তাতে আমরা কৃতজ্ঞ। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো বীরাঙ্গনাদের স্বীকৃতি দিয়েছে। মুক্তিযুদ্ধকে দৃঢ় অবস্থানে নেওয়ার জন্য বঙ্গবন্ধুর অবদান অনেক।”
বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকি বলেন, “২০ বছর বয়সে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আজকের সম্মাননা আমাকে সেই সময় নিয়ে গেছে। আমরা ৮ বন্ধু মিলে নোয়াখালী জেলা থেকে যুদ্ধে অংশগ্রহণ করি।”