• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ১২:২৬ পিএম
শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের অসুস্থ বাবাকে উন্নত চিকিৎসার জন্য আর্মি হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, শহীদ আবু সাঈদের বাবা জ্বর এবং পেটের পীড়া নিয়ে গত ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে ভর্তি হন। পরে গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকাল ৩টায় তাকে হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য আর্মি অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

সেখান থেকে উন্নততর চিকিৎসার জন্য শহীদ আবু সাঈদের বাবাকে মঙ্গলবার রাতেই আর্মি হেলিকপ্টার যোগে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!