• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মানুষের সুখ বিএনপির ভালো লাগে না : তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০২:০২ পিএম
মানুষের সুখ বিএনপির ভালো লাগে না : তথ্যমন্ত্রী

দেশের মানুষের সুখ বিএনপির ভালো লাগে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

সোমবার (২১ মার্চ) সকালে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “করোনা মহামারির সময় জনগণকে পাঁচ টাকাও দেয়নি বিএনপি। নানা সংকটে কোনো কিছুতেই তাদের দেখা যায় না। করোনার মধ্যে ভারতকে ছাড়িয়ে আমাদের মাথাপিছু আয় বেড়েছে। দেশের মানুষ সুখে আছে সেটা বিএনপির ভালো লাগে না।”

হাছান মাহমুদ আরও বলেন, “সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ সুখী ইনডেক্সে সাত ধাপ এগিয়েছে। আগে ১০১তম ছিল, এখন সাত ধাপ এগিয়ে ৯৪তম স্থানে উন্নীত হয়েছে, যেখানে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ১৩৬তম এবং পাকিস্তানের অবস্থান ১২১তম।”

তথ্যমন্ত্রী বলেন, “এই করোনা মহামারির মধ্যে যখন বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে আছে, অনেকের মতে বিশ্ব অর্থনীতিতে মন্দা চলছে, সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে সুখ-সমৃদ্ধি বেড়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে বাংলাদেশের সাত ধাপ অগ্রগতিই তার প্রমাণ।”

এ সময় বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, “যদি বিএনপি ও তাদের মিত্ররা ক্রমাগতভাবে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত না থাকতো, অপপ্রচার না চালাতো এবং দেশের মানুষকে নানাভাবে অসুখী করার অপচেষ্টায় নিয়োজিত না থাকতো, তাহলে মানুষের সুখ-সমৃদ্ধি আরও বাড়তো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইনডেক্সে আমরা আরও এগোতে পারতাম। কারণ, এই সূচকের অন্যতম বিষয় হচ্ছে মানুষ নিজেকে সুখী মনে করছে কিনা।” 

বিএনপি প্রতিদিন অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে হাছান মাহমুদ বলেন, “প্রেসক্লাবের সামনে, পল্টনে, দেশের বিভিন্ন জায়গায় সভা-সমাবেশ করে মানুষকে অসুখী করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টার মধ্যে সাত ধাপ এগিয়ে যাওয়া শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই সম্ভবপর হয়েছে।”

প্রয়াত জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে ড. হাছান মাহমুদ বলেন, “রাজনীতিকে জিল্লুর রহমান ব্রত হিসেবে নিয়েছিলেন। রাজনীতি হলো দেশ ও সমাজ পরিবর্তনের জন্য। দেশ ও মানুষের কল্যাণের জন্য। দুঃখজনক বিষয়, বেশিরভাগ রাজনীতিবিদ এটা মনে রাখেন না।” 

তথ্যমন্ত্রী বলেন, “তরুণ বয়স থেকে রাজনীতিকে ব্রত হিসেবে নিয়েছেন। একজন আপাদমস্তক ভালো মানুষ ছিলেন তিনি। কখনো রাগান্বিত কিংবা উচ্চস্বরে কথা বলতে দেখিনি। তার জীবন থেকে অনেক কিছু শেখার আছে৷ আজকে যে দেশের উন্নয়ন ও অগ্রগতি তা আওয়ামী লীগ সরকার গঠন না হলে হতো না। আর সেটির ভিত তৈরিতে জিল্লুর রহমানের অনেক ভূমিকা ছিল। রাজনীতিতে সাহস ও আদর্শের প্রতি অবিচল থাকতে হয়। জিল্লুর রহমানের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।”

Link copied!