আপত্তিকর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ।
শুক্রবার (১৮ মার্চ) সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বুধবার (১৬ মার্চ) ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেন।
অভিযুক্ত রনি আশুলিয়ার নিরিবিলি স্বপ্নবিলাস আবাসিক এলাকার দেলোয়ার হোসেন ওরফে দিলা মিয়ার ছেলে।
ভুক্তভোগীর স্বজনেরা জানান, দীর্ঘদিন আগে কাপড় পাল্টানোর সময় রনি গোপনে ওই তরুণীর একটি ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। রনি ফেসবুকে ওই তরুণীর বান্ধবীদের কাছে ভিডিও পাঠিয়ে টাকা দাবি করেন। এ সময় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কৌশলে একাধিকবার বিভিন্ন অঙ্কের অর্থও হাতিয়ে নেন তিনি।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল দত্ত জানান, ভুক্তভোগী স্কুলশিক্ষার্থীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতে রনি নামের ওই যুবকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুপুরে ওই যুবককে আদালতে পাঠানো হবে।