• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৩:৫৩ পিএম
ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর পলাশীর মোড় এলাকার শেখ কামাল টাওয়ারে কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে মো. বাবুল (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি ভবন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে দুপুর একটার দিকে মারা যান তিনি।

নিহতের সহকর্মী সবুজ বলেন, “পলাশীর মোড় এলাকার শেখ কামাল টাওয়ারে কাজ করার সময় ছয়তলা থেকে পড়ে গুরুতর আহত হন বাবুল। পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। দুপুরে তিনি মারা যান।”

বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানাকে জানানো হয়েছে।”

Link copied!