ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এটি আজ (৬ ডিসেম্বর) মধ্যরাতে ভারতের ওডিশা উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে নিম্নচাপ জাওয়াদের প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে টানা বর্ষণ হচ্ছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রোববার রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকবে সোমবারও। মঙ্গলবার থেকে জাওয়াদের প্রভাব কমতে থাকবে। সেই সঙ্গে আকাশ পরিষ্কার হতে থাকবে। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুল মান্নান।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গড় গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে। দমকা ও ঝোড়ো হাওয়া বেড়ে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর দূরবর্তী সতর্কসংকেতের আওতায় রাখা হয়েছে। সমুদ্রে অবস্থানরত নৌযান ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলে নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে রাত থেকে টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। সকাল অফিসগামীরা পড়েছেন বিড়ম্বনায়।
রামপুরা থেকে পল্টন যাবেন আরিফ আদনান। তিনি জানান, অসময়ের বৃষ্টিতে বেশ বিড়ম্বনায় পড়েছেন তিনি। রাতভর বৃষ্টিতে রাস্তার বেশ কিছু জায়গায় পানি জমে গেছে। এদিকে বৃষ্টির কারণে রিকশাও ভাড়া বেশি চাচ্ছে। বাসও কিছুটা কম।