বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকা প্রতিবছরই প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক আইকিউএয়ার বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেস্ক। বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করে এই বছরও তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় ৪টি দূষিত শহর বা অঞ্চল নিয়ে বাংলাদেশ ৪ নম্বরে অবস্থান করছে।
২২ নভেম্বর সোমবার আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে জানায়, ২০২০ সালের শীর্ষ ১০০ দূষিত শহরের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এর মধ্যে ১৬ নম্বরে রয়েছে বাংলাদেশের মানিকগঞ্জ, ২৩ নম্বরে রয়েছে ঢাকা, ৬০ নম্বরে ঢাকার আজিমপুর ও ৬১ নম্বর অবস্থানে রয়েছে গাজীপুরের শ্রীপুর।
আইকিউএয়ারের বায়ুমান সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ১০০ শহরের মধ্যে ৪৬টি রয়েছে ভারতে। শীর্ষ ১০টি দূষিত শহরের মধ্যে ভারতের ৯টি শহর হলো গাজিয়াবাদ, বুলন্দশহর, বিসরাখ জালালপুর, ভিবাদি, নয়ডা, গ্রেটার নয়ডা, কানপুর, লক্ষ্ণৌ ও দিল্লি। এ শহরগুলোর অবস্থান যথাক্রমে ২ থেকে ১০ নম্বরে রয়েছে।
এরপরই রয়েছে চীনের অবস্থান। চীনের ৪২টি শহর দূষিত তালিকায় রয়েছে। সবচেয়ে দূষিত শহর চীনের জিনজিয়াংয়ের হোতান। সেখানে গড় মাত্রা ছিল ১১০.২।
তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। দেশটিতে দূষিত ৬টি শহর রয়েছে। এরপরই বাংলাদেশের অবস্থান। ৪টি দূষিত শহর নিয়ে ৪ নম্বরে রয়েছে বাংলাদেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, বায়ুদূষণের কারণে বিশ্বব্যাপী প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়। ডব্লিউএইচওর নির্ধারণ করা দূষণের মাত্রা ছাড়িয়ে যাওয়া এলাকায় বাস করে বিশ্বের ৯০ শতাংশের বেশি মানুষ।
আইকিউএয়ার বলছে, পিএম ২.৫, পিএম ১০, ওজোন, নাইট্রোজেন ডাই-অক্সাইড, সালফার ডাই-অক্সাইড এবং কার্বন মনো-অক্সাইডের মাত্রার ওপর বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়। এর মাত্রা ১২-এর নিচে হলে তা ক্ষতিকর নয়। তবে ৫৫ থেকে ১৫০ মাত্রাকে অস্বাস্থ্যকর এবং ২৫০-এর বেশি মাত্রাকে বিপজ্জনক মনে করা হয়।
আইকিউএয়ারের ২০২০ সালের বায়ুমান সূচক অনুযায়ী, বাংলাদেশের মানিকগঞ্জের গড় পিএম ছিল ৮০.২। ঢাকায় যা ছিল ৭৭.১ এবং ঢাকার আজিমপুর ও গাজীপুরের শ্রীপুরে ছিল ৫৫.৭। অর্থাৎ এসব শহরে বায়ুদূষণের মাত্রা অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।