• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিভাগীয় শহরে হবে বঙ্গবন্ধু জাদুঘর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০১:০৩ পিএম
বিভাগীয় শহরে হবে বঙ্গবন্ধু জাদুঘর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের বিভাগীয় শহরে নির্মিত আইসিটি হাইটেক পার্কে বঙ্গবন্ধু মিউজিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও আইসিটি টাওয়ারে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব অলিম্পিয়াড পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা চেষ্টা করেছি মুজিব অলিম্পিয়াডের মাধ্যমে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে। আমরা চাই তরুণ প্রজন্ম দেশপ্রেমিক ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে উঠে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অবদান রাখবে।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ক্যাটগারিগুলো হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা, অনলাইন কুইজ প্রতিযোগিতা, আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতা। প্রতি ক্যাটাগরিতে ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের মধ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে দুই লাখ টাকা, অনলাইন কুইজ ও আমার বঙ্গবন্ধু প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এন জিয়াউল আলম।

Link copied!