• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাম জোটের হরতাল চলছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৮:৪৮ এএম
বাম জোটের হরতাল চলছে

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বাম জোটের অর্ধদিবস হরতাল শুরু হয়েছে। হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল নিয়ে শাহবাগে জমায়েত হয় বাম ছাত্রসংগঠনগুলো। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। 

এদিকে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেছেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি জানান, সাধারণ জনগণ তাদের সঙ্গে রয়েছে।

প্রিন্স বলেন, “বর্তমানে আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। এ হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নেতা-কর্মীদের ধরপাকড় করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।”

সিপিবির এই নেতা দাবি করেন, এক সপ্তাহ ধরেই গ্রেপ্তারের হুমকি, মিছিল ভেঙে দেওয়া হচ্ছে। রোববার রাতে খুলনা, ঠাকুরগাঁও ও গাইবান্ধায় নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। ঢাকায় নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। মিরপুরে মিছিলে নামতে দেওয়া হয়নি। বিভিন্ন পয়েন্টে নেতা-কর্মীদের হরতালের সমর্থনে নামতে দেওয়া হয়নি।

নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি প্রতিরোধ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আজ সারা দেশে আধা বেলা হরতাল পালনের ডাক দেয় বাম গণতান্ত্রিক জোট। এ হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।

রোববার সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, “সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানুষকে রক্ষার এ হরতালে আমরা আশা করব সব ধরনের প্রতিষ্ঠান, দোকানপাট, শপিং মল, পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা হরতালের আওতামুক্ত থাকবে।”

Link copied!