রাজধানীর বাড্ডা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা (৩৫) নামে এক নারী মারা গেছেন।
সোমবার (২৮ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) তিনি মারা যান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. আইউব হোসেন বলেন, “বাড্ডায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রেখা আজ ভোরে মারা গেছেন। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।”
এর আগে গত ২৩ মার্চ সন্ধ্যায় রেখার স্বামী সাহিদ হাসান (৩৭) হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) মারা যান। একই দিন ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হন।