• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ইসির শ্রদ্ধা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৯:০৫ পিএম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন ইসির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার কমিশনার।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে অন্য চার কমিশনার শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর সিইসি কাজী হাবিবুল আউয়াল সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এ সময় সিইসি এবং চার নির্বাচন কমিশনারকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি উপহার হিসেবে দেওয়া হয়।

আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে নতুন নিয়োগ পাওয়া ইসি।

এর আগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মো. শাহ আলম।

চিঠিতে বলা হয়েছে, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনাররা ১ মার্চ (মঙ্গলবার) সকাল ১০টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করবেন। এ সময় ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার উপস্থিত থাকবেন।

সোমবার প্রথম কার্যদিবসে নির্বাচন ভবনে গিয়ে ইসি কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টার মতো বৈঠক করে নতুন কমিশন। এ সময় নিজেদের মধ্যে পরিচয় পর্ব ও ইসির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয় নতুন কমিশন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অন্য চার নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

Link copied!