রাজধানীর পান্থপথে এবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম আহমেদ কবির।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে পান্থপথে বসুন্ধরা সিটির পাশে এ ঘটনা ঘটে।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পরপরই ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।”
তবে বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।