• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পুঁজিবাজারে সূচকের দরপতন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৩:৩৯ পিএম
পুঁজিবাজারে সূচকের দরপতন

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের বড় দরপতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন।

এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে ডিএসইর লেনদেন শুরু হয়। ফলে লেনদেন শুরুর ৫ মিনিটের মধ্যে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ৩২ পয়েন্ট বৃদ্ধি পায়। পাশাপাশি সূচকের এই উত্থান প্রবণতা লেনদেনের প্রথম দেড় ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকে।

এদিকে লেনদেনের শেষদিকে এসে পরিস্থিতি বদলে যায়। দরপতন হতে থাকে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। এতে বড় পতনের মধ্যে পড়ে সূচক।

অন্যদিকে লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসই-এক্স ৬৩ পয়েন্ট কমে ৭ হাজার ২২ পয়েন্টে দাঁড়ায়।

প্রধান মূল্যসূচকের পাশাপাশি কমেছে ডিএসই-৩০ সূচক। এ সূচকটি ১৬ পয়েন্ট কমে ২ হাজার ৬৬৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৭০ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১০৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২১৬টির। আর ৩৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ২২৬ কোটি ৪ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৫৬০ কোটি ২৩ লাখ টাকা।
 

Link copied!