সয়াবিন তেলসহ খাদ্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্য (চাল, ডাল, আটা, ময়দা, সয়াবিন, তেল ও চিনি) কেন রেশনিং দামে অন্তর্ভুক্ত করে বিক্রি করতে নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। পাশাপাশি মজুদদারের বিরুদ্ধে কেন প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আদালতের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আদালত তার রুলে আরও জানতে চেয়েছেন নিত্যপণ্যের সিন্ডিগেশন কেন ভেঙে দেওয়া হবে না। সিন্ডিগেশন ও মজুদদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী ২৬ এপ্রিলের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মহিদুল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
গত ৬ মার্চ সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং সেল গঠন এবং নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের তিন আইনজীবী মনির হোসেন, সৈয়দ মহিদুল কবীর ও মোহাম্মদ উল্লাহ এ রিট দায়ের করেন। বাণিজ্য সচিব, ভোক্তা অধিকার কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।