দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী। একইসঙ্গে আনুষ্ঠানিক প্রজ্ঞাপণের পর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথবাক্য পাঠ করাবেন।
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সুপ্রীমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাবেন চলতি বছরের ৩০ ডিসেম্বর। ওই দিন দেশের ২২তম প্রধান বিচারপতির বয়স ৬৭ বছর পূর্ণ হবে। সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ ৬৭ বছর পর্যন্ত।