দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ডিসেম্বর) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।
সম্প্রতি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “যারা গণতন্ত্র ও আইনের শাসনে বিশ্বাস করে, তাদের একটা দায়িত্ব আছে। যার বিরুদ্ধে অভিযোগ বা ব্যবস্থা নেওয়া হচ্ছে তার পক্ষ শোনা। কিন্তু আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই স্যাংশন দেওয়া হয়েছে, তাদের পক্ষ শোনা হয়নি।”
আনিসুল হক আরও বলেন, “আমি এটাও বলতে চাই, যেসব দোষে র্যাব ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে দোষী করা হয়েছে, তা সঠিক নয়। এমনকি বিষয়টি কল্পনাপ্রসূত। দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি।”
বুদ্ধিজীবীদের হত্যাকারী পলাতক দুই আসামিদের বিদেশ থেকে ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “দুই দিন আগে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তখন আমি তাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, আমরা যেন আনুষ্ঠানিকভাবে এই দাবি করি।”
গত ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র্যাব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র দপ্তর। ওই সাত কর্মকর্তার মধ্যে র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) এবং বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও রয়েছেন। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ। এমনকি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছে।