• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুর্নীতিবাজদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করলেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০১:১৪ পিএম
দুর্নীতিবাজদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করলেন শিক্ষার্থীরা

রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে দুর্নীতিবাজদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সোয়া ১২টায় রামপুরা ব্রিজে অবস্থান নিয়ে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ ব্যঙ্গচিত্র প্রদর্শন করেন তারা।

এর আগে শনিবার (৪ ডিসেম্বর) সড়কে অব্যবস্থাপনায় জড়িত ব্যক্তিদের লাল কার্ড দেখান তারা। 

এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের নেতা সোহাগী সায়মা ১১ দফা দাবি পড়ে শোনান। তিনি বলেন, “আমরা আমাদের যে ১১ দফা দাবি আছে, তা সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।”

সায়মা আরও বলেন, “আমাদের আন্দোলনকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু লোক অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচার করে আমাদের থামিয়ে দেওয়া যাবে না। আমরা আমাদের চলমান আন্দোলন চালিয়ে যাচ্ছি আর যাব।”

সোমবার শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনায় নিহতের জন্য শোক প্রকাশ করবে জানিয়ে সায়মা বলেন, “আমরা আগামীকাল ঠিক দুপুর ১২টায় সড়কে নাইম আর মাঈনউদ্দিনসহ যারা মারা গিয়েছে, তাদের জন্য শোক প্রকাশ এবং কালো পতাকা ধারণ করব।”

 

Link copied!