• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘দুঃখ-কষ্ট সহ্য করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:৩৫ পিএম
‘দুঃখ-কষ্ট সহ্য করে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিচ্ছেন’

“বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেলের নাম। দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা সহ্য করে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “শিশু শেখ রাসেলকে নির্মমভাবে হত্যার মতো বিশ্ব মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ আর নেই। ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড।” 

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ৩৪ বছর ধরে বাংলাদেশের শিশুদের সঠিক ইতিহাস এবং সত্যকে জানার জন্য নিরলসভাবে কষ্ট করে যাচ্ছে। একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন শুধু ইতিহাস এবং সত্যকে জানার জন্য কাজ করছে তা নয়, সাংস্কৃতিক ও খেলাধুলা অঙ্গনে যে ভূমিকা রাখছে, সত্যিই বাংলাদেশের দ্বিতীয় কোনো সংগঠন করছে কি না, আমার জানা নাই।”

নৌ প্রতিমন্ত্রী বলেন, “এই পরিষদ প্রমাণ করেছে—এক রাসেল লোকান্তরে, কোটি রাসেল ঘরে ঘরে। শেখ রাসেলকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের শিশু-কিশোর পরিষদের মাধ্যমে, আমাদের কর্ম দিয়ে। তাহলেই তার আত্মার শান্তি পাবে। আর আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারবো।“

পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন, মো. আলাউদ্দিন সাজু, মনিরুজ্জামান পলাশ।

Link copied!