• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢামেকের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২১, ১২:১০ পিএম
ঢামেকের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কিচেনের পেছন থেকে মনির হোসেন রাসেল (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মনির হোসেনের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামে। তার বাবার নাম মৃত এস এম আমিন হোসেন।

নিহতের ভগ্নিপতি মো. ইয়াকুব জানান, মাকে নিয়ে মনির গাজীপুরে থাকতেন। রাজধানীর একটি শাড়ির দোকানে কাজ করতেন তিনি। তার মেরুদণ্ডের জটিল সমস্যা ছিল।

মনির সেপ্টেম্বর মাসের ৩ তারিখ ঢামেক হাসপাতালের ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন মনির। অক্টোবরের ২২ তারিখ তাকে ওই ওয়ার্ড থেকে নতুন ভবনের ৫০২ ওয়ার্ডে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মনিরের মৃত্যু কীভাবে হয়েছে, বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!