• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার ৬০


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১১:২৮ এএম
ঢাকায় মাদক সেবন ও বিক্রির দায়ে গ্রেপ্তার ৬০

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির দায়ে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৪৪টি মামলা করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

ডিএমপি জানায়, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ‌ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ২৩৩ পিস ইয়াবা, ১৯০.১ গ্রাম হেরোইন, ৩৪ কেজি ১৮৭ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেনসিডিল ও ৮৭০টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!