• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২১, ০৮:১১ এএম
ময়লার গাড়ির ধাক্কায় নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামে একজন নিহত হওয়ার ঘটনায় গাড়িচালককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গাড়িচালক মোরশেদকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব জানান, বৃদ্ধ নিহতের ঘটনায় চালক মোরশেদকে যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তারে রাতে অভিযান চালানো হয়।

এর আগে সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর ওয়ারীতে রাজধানী সুপার মার্কেটের সামনে ময়লার গাড়ি ধাক্কায় ৬২ বছর বয়সী স্বপন কুমার সরকার নিহত হন। নিহতের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। তিনি ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা ছিলেন।

 

Link copied!