রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার মির্জা বাড়ির একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার (১২ মার্চ) বিকেল ৩টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “যাত্রাবাড়ীর কাজলা এলাকার মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের ৬টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত আমরা কারও হতাহতের খবরও পাইনি।”
এছাড়া তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
এর আগে আজ দুপুরে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।