রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোশারফ হোসেন (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
মোশারফ হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত হারুন-অর-রশিদের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোশারফ হোসেন গেন্ডারিয়া থেকে সায়েদাবাদের দিকে যাচ্ছিলেন। এ সময় এক ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।