• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১১:০৮ এএম
ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে পড়ে শফিউল্লাহ পাটোয়ারী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ ডিসেম্বর) সকালে কামরাঙ্গীরচর এলাকায় ছাদ থেকে কামরাঙা পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই মিজান বলেন, “সকালে শফিউল্লাহ নিজের একতলা বাসার ছাদে যান। সেখানে গাছ থেকে কামরাঙা পাড়তে গিয়ে ডাল ভেঙে নিচে পড়ে যান তিনি। উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথম তাকে প্রথমে মিটফোর্ড নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজান আরও বলেন, “শফিউল্লাহ কামরাঙ্গীরচর নার্সারি গলিতে থাকতেন। তার বাবার নাম মৃত ইমাম আলী পাটোয়ারী।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানাকে জানানো হয়েছে।”

Link copied!