বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশ পাচার করা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২১ নভেম্বর) রাজধানীর পল্টন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মো. শামসুদ্দিন (৬১) নামের ওই সদস্যকে গ্রেপ্তার করে র্যাব-১-এর আভিযানিক দল। এ সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোন, একধিক ব্যক্তির পাসপোর্ট ও একটি বিএমইটি কার্ড জব্দ করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় একজন নারী ও তিনজন পুরুষ ভুক্তভোগীকে।
এ বিষয়ে সোমবার (২২ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান সংস্থাটির অধিনায়ক (সিও) লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
লে. কর্নেল মোমেন জানান, গ্রেপ্তারকৃত শামসুদ্দিন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, মো. জিয়াউদ্দিন (৩৭) নামের এক ব্যক্তির নেতৃত্বে ও পরিকল্পনায় দীর্ঘদিন ধরে তারা বিদেশে মানবপাচার করে আসছিলেন। জিয়া বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তারা বিভিন্ন কোম্পানি ও গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের প্রলুব্ধ করতেন এবং বিদেশে পাচার করতেন। কেউ রাজি না হলে তাকে হুমকিও দিতেন।
র্যাবের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তারকৃত শামসুদ্দিন এখন পর্যন্ত এভাবে শতাধিক নারীকে বিদেশে পাচার করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। পাচার হওয়া এসব নারীদের উদ্ধারে এবং মানব পাচারের সঙ্গে জড়িত অপরাধীদের ধরতে র্যাব চেষ্টা করছে।