রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় মোছা. পাপিয়া (১১) নামে এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মরদেহটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খিলক্ষেত থানা পুলিশ।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মুন্সী সাব্বির আহমেদ জানান, খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে পাপিয়া নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাসায় মেয়েটি কাজ করতো। দুপুরের দিকে মেয়েটির মা ওই বাসায় গিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, মরদেহটি সুরতহালের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ বিষয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান তিনি।