বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনো কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
রোববার (২৬ জানুয়ারি) এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। ‘প্যারামিটারগুলো’ আগের মতোই ওঠানামা করছে। এখনো শঙ্কা কাটেনি। তার শারীরিক অবস্থার ‘ক্লোজ’ মনিটরিং হচ্ছে।
চিকিৎসকরা আরও জানান, করোনাভাইরাসের সংক্রমণের সতর্কতায় হাসপাতালের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে তাকে কেবিনে নেওয়া হয়েছে। সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শেই এটা করা হয়েছে। করোনার প্রভাব বেড়ে গেলে তাকে বাসায় চিকিৎসা দেওয়া হতে পারে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের শারীরিক অবস্থা আগের মতোই। উন্নতি-অবনতি কোনোটাই নেই। শঙ্কা এখনো কাটেনি।’
লিভার সিরোসিস রোগে আক্রান্ত খালেদা জিয়া গত ১৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড বেগম জিয়ার চিকিৎসার পরিচালনা করছেন।