• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরী ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ০২:৩৯ পিএম
কিশোরী ধর্ষণের অভিযোগে এপিবিএন সদস্য গ্রেপ্তার
ফাইল ছবি

কিশোরীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় দায়ের হওয়া মামলায় শিমুল আহমেদ নামে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শিমুলকে আদালতে উপস্থিত করা হবে। এ সময় তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন।

এ বিষয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, “মতিঝিল এজিবি কলোনির একটি বাসায় বাবা-মায়ের সঙ্গে থাক ভুক্তভোগী ওই কিশোরী। বাবা-মা না থাকায় বাসায় ঢুকে রোববার বেলা ১১টার দিকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে শিমুল। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়।”

এসআই জহুরুল আরও বলেন, “গোপন সূত্রে জানতে পেরেছি ধর্ষণে অভিযুক্ত এপিবিএন সদস্য শিমুলের সঙ্গে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরীর। গতকাল বাসায় একা থাকায় ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছে।”

এছাড়া ঢাকা মেডিকেল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

Link copied!