ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন ক্রয় এবং দেশব্যাপী কোভিড-১৯ টিকাদান কর্মসূচি পরিচালনার লক্ষ্যে বাংলাদেশকে ২৫ কোটি ইউরো সহায়তা প্রদান করবে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই আর্থিক সহায়তা করোনার নেতিবাচক প্রভাব হ্রাস করার পাশাপাশি বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে, নাগরিকদের করোনার প্রভাব থেকে নিরাপত্তা প্রদান করবে এবং টেকসই অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
২০২১ সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্য খাতের জন্য ইআইবি’র অনুমোদিত বরাদ্দ সাড়ে ৪২ কোটি ইউরো সহায়তার এটা প্রথম ধাপ এবং এর অন্যতম উদ্দেশ্য কোভিড টিকা দানে সুদূর প্রসারী সহায়তা ও স্বাস্থ্য সেবা সমৃদ্ধকরণ। বাংলাদেশ এবং মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো এর আওতায় পড়বে।
ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ বলেন, “বাংলাদেশ এবং ইআইবির অংশীদারিত্বে ভ্যাকসিন কেনার জন্য ২৫ কোটি ইউরোর এই ঋণ সবচেয়ে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইআইবির কর্মকাণ্ড বিস্তার হচ্ছে এবং তা ভবিষ্যতে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।”