• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ১১:১১ এএম
আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। 

শনিবার (৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে তাদের আপিল বিভাগে নিয়োগ দেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

রোববার (৯ জানুয়ারি) এই চার বিচারককে আপিল বিভাগে নিয়োগের কথা জানিয়ে আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।

আদেশে বলা হয়, সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের আপিল বিভাগে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এ নিয়োগ কার্যকর হবে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!