• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আওয়ামী লীগ আর করোনার মধ্যে পার্থক্য নাই : রিজভী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২২, ০৪:০৪ পিএম
আওয়ামী লীগ আর করোনার মধ্যে পার্থক্য নাই : রিজভী
ছবি: সংগৃহীত

বিএন‌পির সি‌নিয়র যুগ্ম-মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী আহমেদ বলেছেন, “আওয়ামী লীগ আর করোনার মধ্যে কোনো পার্থক্য নাই। করোনা যেমন রূপান্তর হচ্ছে আওয়ামী লীগও নিজে রূপান্তর ঘটায়। এই দুইটি মানুষের জীবন কেড়ে নেয়।”

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বিএফইউজের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজীর মুক্তির দাবিতে বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবাদিক ইউ‌নিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবা‌দিক ইউ‌নিয়‌ন-ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা ব‌লেন তি‌নি।

রিজভী আহমেদ বলেন, “শেখ হা‌সিনা দে‌শের জনগণের চোখে ধুলো দেয়ার জন্য, জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরিয়ে নেয়ার জন্য, কত তামাশা করছেন। রাষ্ট্রপতিকে দিয়ে তিনি সংলাপও ডাকাচ্ছেন। তারা চেষ্টা করছে বাংলাদেশ থেকে অপজিশন কণ্ঠস্বরকে একেবারে নিশ্চিহ্ন করার জন্য। বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে কারাগারে আটকে রেখেছে। যে মামলায় কোন সত্যতা নাই, কোন প্রমাণ নাই, কোনভাবে প্রমাণ করতে পারেননি, শেখ হাসিনা শুধু গায়ের জোরে বন্দী করে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন।”  

রিজভী আরও বলেন, “আল্টিমেটলি যে নির্বাচন কমিশন গঠন হবে সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক প্রতিফলন ঘটবে। তারা একটা তামাশা করে যাচ্ছে। কারণ প্রত্যেকটার পিছনেই তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার চিরদিন টিকে থাকার জন্য যা কিছু করার তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

বিএন‌পির সি‌নিয়র এই নেতা বলেন, “আমি বলবো প্রধানমন্ত্রীকে আপনার সরকারের সেই বোরখা সম্পূর্ণ খোলার আগে পদত্যাগ করুন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তাকে সুচিকিৎসার সুযোগ দিন। রুহুল আমিন গাজীকে মুক্তি দিন। তা না হলে যখন সব কিছু উন্মোচন হয়ে যাবে তখন পালিয়েও নিজের মুখ আর ঢাকতে পারবেন না।”

এ সময় বিএফইউজে'র সভাপতি এম আবদুল্লাহ'র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বর্তমান মহাসচিব নুরুর আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউজের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, সহ-সভাপতি শাহীন হাসনাত, বাছির জামাল ও রাশেদুল হক, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুল বাশার, সাবেক দফতর সম্পাদক আবু ইউসুফ, ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর, বিএফইউজের নির্বাহী সদস্য আব্দুস সেলিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন ডিইউজের সাংগঠিনক সম্পাদক দিদারুল আলম ও প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইন। 

এছাড়াও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য একেএম মহসিন ও জাকির হোসেন, ডিইউজের যুগ্ম সম্পাদক শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল হক (গাজী আনোয়ার), জনকল্যাণ সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, জেসমিন জুঁই, আব্দুল হালিম প্রমুখ।

Link copied!