• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অসীম কুমার ও অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৩:৫১ পিএম
অসীম কুমার ও অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি গণমাধ্যমকে জানান।  

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

নেত্রকোনার বাসিন্দা কেশব রঞ্জন সরকার এ রিট দায়ের করেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, ‍“এ মামলার রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন দপ্তরে একের পর এক আবেদন করেছেন। এমনকি বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন। কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে আনা দুর্নীতির তদন্ত চেয়ে আনা রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।”

সূত্র : বাসস

Link copied!