• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৩:২৪ পিএম
রাজধানীতে ঝুম বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ
রাজধানীতে বৃষ্টি। ছবি : সংবাদ প্রকাশ

রমজানের শুরু থেকেই রাজধানীতে বেশ গরম অনুভূত হচ্ছে। রোজাদারদের জন্য কখনো কখনো তা বেশ কষ্টকরও হয়ে উঠছে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরের দিকে আকাশে মেঘ জমতে থাকে। ধীরে ধীরে তা গাঢ় হয়ে চারদিক অন্ধকার হয়ে আসে। বেলো পৌনে তিনটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।

এদিকে হঠাৎ ভারী বৃষ্টিতে বিপাকে পড়েছেন পথচারী ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। বৃষ্টি শুরু হলে অনেকে রাস্তার আশপাশের দোকানপাট, ভবন এবং বিভিন্ন স্থাপনা, ফ্লাইওভার ও মেট্রোরেলের পিলারের নিচে আশ্রয় নেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা বিভাগের অনেক জায়গায়; রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

Link copied!