• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ০৪:৫৬ পিএম
মঞ্চে বক্তব্য দিতে গিয়ে জ্ঞান হারালেন জাকের পার্টির চেয়ারম্যান
মঞ্চে অসুস্থ অবস্থায় মোস্তফা আমীর ফয়সাল। ছবি : সংবাদ প্রকাশ

ফরিদপুরে জাকের পার্টির সম্মেলনের মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল। তাকে তাৎক্ষণিকভাবে নেতাকর্মীরা পাজাকোলা করে মঞ্চ থেকে নামিয়ে পাশের বাইশরশি স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে জেলার সদরপুরের আটরশি বাইশ রশি স্পিনিং মিলের মাঠে স্থাপিত সম্মেলন মঞ্চে এ ঘটনা ঘটে।

সর্বশেষ খবর অনুযায়ী, বর্তমানে মোস্তফা আমির ফয়সালকে ২২ শফি স্পিনিং মিলের বিশ্রাম কক্ষে নিয়ে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে জাকের পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শামীম হায়দার জানান, একজন চিকিৎসক মোস্তফা ফয়সালের শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করছেন। অবস্থা বিবেচনা করে তাকে প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হবে।

Link copied!