নিরাপত্তাজনিত কারণে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক পুলিশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৩ আগস্ট) ট্রাফিক পুলিশ সদস্যদের সরিয়ে নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান।
বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশ বক্স খালি থাকার বিষয়ে জানতে চাইলে মুনিবুর রহমান বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিছু জায়গায় ট্রাফিক পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে সহিংসতা থেকে নিরাপদ থাকার জন্য আমরা কিছু সদস্যকে নির্দিষ্ট জায়গা থেকে প্রত্যাহার করেছি।”