খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের যেতে বলল জাতীয় পার্টি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৯:১৪ পিএম
খালেদা জিয়ার জানাজায় নেতাকর্মীদের যেতে বলল জাতীয় পার্টি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। এই জানাজায় অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছে জাতীয় পার্টি।

মঙ্গলবার সকালে জাতীয় পার্টির এক বিশেষ এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহম্মদ কাদেরের নির্দেশে দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানাজায় অংশ নিতে দলটির নেতাকর্মীদের বিশেষভাবে অনুরোধ জানান। 

বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার আগে সকাল সাড়ে ১১টায় ঢাকায় অবস্থানরত দলটির নেতাকর্মীদের সংসদ ভবন সংলগ্ন পাট গবেষণা ইন্সটিটিউটের সামনে অবস্থানেরও অনুরোধ জানানো হয়।

মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!