আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, “আমরা যখনই সরকারের কাছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি, তারা আমাদের পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয়। যখন শাপলা চত্বর, পিলখানা এবং জুলাইয়ে হাজারও মানুষকে হত্যা করা হয়েছিল, তখন পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল?
তবে এই এনসিপি নেতা তার বক্তব্যে আওয়ামী লীগ নিয়ে এই অবস্থান ব্যক্তকারী হিসেবে অন্তর্বর্তী সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তি বা উপদেষ্টা কিংবা পশ্চিমা কোনো দেশের নাম উল্লেখ করেননি।
দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, “এই জেনারেশনকে (প্রজন্ম) আপনারা ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের ওপর দাঁড়িয়ে আবেগ নিয়ে খেলা করেন, তাহলে এই জেনারেশন সব ক্ষমতার বিপক্ষে গিয়ে যে কাউকে টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামাতে পারে- এটা মনে রাখবেন।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, আজ শাহবাগে এই উন্মুক্ত প্রান্তরে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবি নিয়ে দাঁড়িয়েছেন, সেটা ২০২৪ সালের আগস্ট মাসে পূরণ হওয়ার কথা ছিল।
এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ, এবি পার্টির জেনারেল সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক মোসাদ্দেক ইবনে আলী, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মুহাম্মদ মাহবুবুর রহমান, জুলাই অভ্যুত্থানে রাজধানীর বনশ্রীতে শহীদ হওয়া মুসলেহ উদ্দিনের স্ত্রী, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহফুজ, শাপলা চত্বরে নিহত রিয়ানের বোন সোভা, জুলাই অভ্যুত্থানে পা হারানো রিফাত হাওলাদার, ১৯ জুলাই যাত্রাবাড়ীতে শহীদ হওয়া সায়েমের মা, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ মেজর তানভীরের স্ত্রী, জুলাইয়ে সহিংসতায় চোখ ও পায়ে আঘাত পাওয়া ইমদাদুল, কবি সাম্য শাহ প্রমুখ বক্তব্য দেন।
 
                
              
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























