• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

করোনার নতুন ধরনের টিকা নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪, ০২:২৪ পিএম
করোনার নতুন ধরনের টিকা নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফাইল ফটো

করোনা ভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন দ্রুত ছড়ায়, তবে প্রাণহানির আশঙ্কা কম। এই নতুন ধরনের জন্য প্রচলিত টিকাই দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রীর জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৫৪তম মিটিংয়ের বিষয়বস্তু, সায়মা ওয়াজেদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে যোগদান শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

রাতারাতি সবকিছু বদলানো সম্ভব নয় জানিয়ে সামন্ত লাল সেন বলেন, “দেশে চিকিৎসা সেবায় আস্থা নেই বলেই মানুষ বিদেশে যাচ্ছে। সেই আস্থা ফেরাতে রুট লেভেল পর্যন্ত কাজ করতে হবে।”

অবৈধ ক্লিনিক প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন বলেন, “হঠাৎ করে ক্লিনিক বন্ধ করা যায় না। তবে অবৈধ ক্লিনিকের তালিকা এসেছে। এই তালিকা ধরে অভিযান চলবে।”

এর আগে গত ১৮ জানুয়ারি দুপুরে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা-প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, দেশে করোনার অমিক্রন ধরনের উপধরণ জেএন১ শনাক্ত হয়েছে। পাঁচ ব্যক্তির দেহে এই নতুন ধরন শনাক্ত হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!