• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

সারজিসের ওপর হামলার বিষয়ে যা বললেন ছাত্রদল সভাপতি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৭:৪৪ পিএম
সারজিসের ওপর হামলার বিষয়ে যা বললেন ছাত্রদল সভাপতি

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “পূর্বের রেষারেষির জের ধরেই সারজিস আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য তিনি (সারজিস) ছাত্রদলকে দায়ী করে পোস্ট দিয়েছেন। এ ঘটনার সময় ছাত্রদলের কোনো নেতাকর্মী উপস্থিত ছিল কিনা তা পর্যালোচনা করা হচ্ছে। এতে ছাত্রদলের কারও কোনো সংশ্লিষ্টতা থাকলে আমরা দুঃখ প্রকাশ করছি।“

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, সারজিস আলম ছাত্রদলকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তিনি ও হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন ছোটখাট ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ায়।

জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সারজিসদের ওপর হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি একক ইজারাদার হিসেবে গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেছে।”

নাসির উদ্দিন আরও বলেন, “দলটিতে কোনো নতুনত্ব নেই। দলটি অনেক কিছু বিএনপি থেকে কপি করেছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!