• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

ধানমন্ডিতে ফ্ল্যাটে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৪, ০৭:১১ পিএম
ধানমন্ডিতে ফ্ল্যাটে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ
ধানমন্ডি থানা। ফাইল ফটো

রাজধানীর ধানমন্ডির একটি বাসায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে ধানমন্ডি ৯/১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থীর নাম তানজিম তাসনিয়া (২৬)। তিনি ইউল্যাবের মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি মডেলিং করতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌসী জানান, ধানমন্ডির ওই বাড়িটির দ্বিতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে একাই থাকতেন তানজিম তাসনিয়া। চতুর্থ তলায় তাদের আরেকটি ফ্ল্যাটে থাকেন পরিবারের অন্য সদস্যরা। ভোরে তারই এক বন্ধুর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন তানজিম। তখন পরিবারের সদস্যরা তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন তানজিম খুব জেদি স্বভাবের ছিলেন। কারো কথাই সহ্য করতে পারতেন না। তবে কী কারণে তিনি ফাঁস দিয়েছেন তা এখনো জানা যায়নি।

Link copied!