• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০২:৫১ পিএম
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে আ.লীগের বৈঠক বিকেলে

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় গুলশান-২ নম্বরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

তথ্যটি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান।

সায়েম খান জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস সঙ্গে বিকেলে বৈঠক করবেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মো. ফারুক খান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এ. আরাফাত।

Link copied!