• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬
আচরণবিধি লঙ্ঘন

দেড় লাখ টাকা জরিমানা গুনলেন আ.লীগের দুই প্রার্থী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৩, ০৬:৩৯ পিএম
দেড় লাখ টাকা জরিমানা গুনলেন আ.লীগের দুই প্রার্থী
আ ক ম বাহাউদ্দিন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ফটো

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে বাহারকে এক লাখ টাকা ও শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের শুনানি শেষে এই জরিমানা করা হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

অশোক কুমার দেবনাথ বলেন, “আগামী তিন দিনের মধ্যে তাদের ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ রিটার্নিং কর্মকর্তাকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি ইসিকে জানাবেন।”

এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাহার ও শম্ভুকে তলব করে গত ২৫ ডিসেম্বর রাতে ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম পৃথক চিঠি পাঠিয়েছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!