ভাইয়ের বিরুদ্ধে করা তুরিন আফরোজের মামলা স্থগিত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:১৫ পিএম
ভাইয়ের বিরুদ্ধে করা তুরিন আফরোজের মামলা স্থগিত

ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যারিস্টার তুরিন আফরোজের দায়ের করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই মামলা কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বি। সঙ্গে ছিলেন এম আনিসুজ্জামান।

মনজুর রাব্বি বলেন, “একই দিনে তুরিন আফরোজ ও তার ভাই শাহনেওয়াজ থানায় জিডি করেন। কিন্তু পুলিশ ভাইয়ের জিডি না নিয়ে বোনের জিডি নিয়ে মামলা ফাইল করে। যা উদ্দেশ্য প্রণোদিত। এই বিবেচনায় মামলাটি বাতিল যোগ্য। আদালত আমাদের শুনানি নিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।”

ব্যারিস্টার তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ আহমেদ শিশিরের বিরুদ্ধে ২০২১ সালের ৩১ অক্টোবর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।

এর আগে ২০১৯ সালের ১৪ জুন বাস ভবনে জোরপূর্বক প্রবেশ করতে চাওয়ার জন্য এবং তুরিন আফরোজকে প্রাণনাশসহ নানারূপ অশালীন হুমকি দেওয়ায় উত্তরা পশ্চিম থানাতে নিজের মা ও ভাইয়ের বিরুদ্ধে একটি পাল্টা জিডি করেন তুরিন আফরোজ।

পরবর্তীতে তদন্তে ব্যারিস্টার তুরিন আফরোজের করা জিডির (জিডি নং – ৭৭৯/১৯) সত্যতা প্রমাণিত হয়। ফলে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ২২ সেপ্টেম্বর তুরিন আফরোজের মা ও ভাইয়ের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানার নন এফ আই আর নং-১১৯/১৯ মামলা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেয়। ২০২০ সালের ২৭ নভেম্বর আসামি শাহনেওয়াজ শিশিরের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয়।

এ মামলায় তিনি ২০২১ সালের ৫ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। এরপর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারিক আদালত। এরপর মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তুরিন আফরোজের ভাই শাহনেওয়াজ।

Link copied!