• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২,

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ০৫:৪১ পিএম
যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, খালেদা জিয়া সারা দেশের নেতা হয়ে উঠেছেন। তিনি এখন দল-মতের ঊর্ধ্বে উঠে আপামর মানুষের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার রোগমুক্তি কামনা করি। মাইনাস ফোর একটি দুষ্টচক্রের ফালতু কথা। যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর। কোনো মাইনাস ফোরটোর নেই।

শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ যারা হত্যাকাণ্ডে জড়িত, তাদের আমরা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। যাদের হাতে রক্ত তাদের প্রত্যেককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটা শহীদদের কাছে আমাদের দায়। আমরা যদি ফেল করি তাহলে পরবর্তী সরকার এটা করবে।

শফিকুল আলম আরও বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টিকে স্বৈরাচারের ভয়ংকর দোসর হিসেবে উল্লেখ করেন শফিকুল আলম বলেন, তাদের সহায়তায় আওয়ামী লীগ সব অপকর্ম করেছে। যারা ব্যান্ড হয়েছে তারা বাদে সব দলই নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টিকে ব্যান্ড করা হয়নি। তারা যদি নির্বাচন করতে চায়, সেটি তাদের ইচ্ছা।

টুর্নামেন্টে জেলার ৯টি কলেজের দল অংশগ্রহণ করছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাতসহ অন্যরা।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!