রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি মার্কেটে। আগুন লেগেছে মহানগর শপিং কমপ্লেক্সেও। এর পাশেই রয়েছে পুলিশ সদর দপ্তর। এতে আগুন পুলিশ সদর দপ্তরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পুলিশ সদরদপ্তরের ভেতর ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক ফায়ার সার্ভিসের সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদরদপ্তরের মেইন গেটের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।































