• ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৪:০৫ পিএম
মিরপুর চিড়িয়াখানায় হাতির আক্রমণে কিশোরের মৃত্যু
জাতীয় চিড়িয়াখানার হাতি। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জাতীয় চিড়িয়াখানার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, ঈদের দিন হওয়ায় চিড়িয়াখানায় মানুষের ঢল নেমেছে। প্রতিদিনের মতোই হাতি দিয়ে ফুটবল খেলা দেখানো হচ্ছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে যায়। বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে সুর দিয়ে ধরে আছাড় মারে। পরে কিশোরটির মৃত্যু হয়।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “সকালের দিকে হাতির মাহুত আজাদ আলী তার ছেলে জাহিদকে নিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় পাঁচটি হাতির একটি জাহিদকে আক্রমণ করে এবং পায়ের নিচে পিষ্ট করলে জাহিদ গুরুতর আহত হন। কিন্তু হাতির মাহুত আজাদ আলী বিষয়টি কর্তৃপক্ষকে না জানিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে নিয়ে কুলাউড়া চলে যান।”

রফিকুল ইসলাম তালুকদার আরও বলেন, “কাউকে না জানিয়ে সে কুলাউড়ায় রওনা হলে সেখানে তার মৃত্যু হয়। চিড়িয়াখানার অন্যান্য কর্মকর্তারা ঘটনাটি জানার পর আমি জেনেছি।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!