• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

সিন্ডিকেট করে আলুর দাম বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৩, ০৫:২৯ পিএম
সিন্ডিকেট করে আলুর দাম বাড়ানো হচ্ছে : কৃষিমন্ত্রী
ছবি : সংগৃহীত

সিন্ডিকেট করে আলুর দাম বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “কোল্ডস্টোরেজ ও আড়তদাররা যৌথ সিন্ডিকেট করে আলু দাম বাড়াচ্ছে।”

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

আলুর অস্বাভাবিক দাম কোনোক্রমেই গ্রহণযোগ্য না উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, “যে পরিমাণ আলু মজুদ আছে তাতে দাম এত হওয়ার কথা না।”

কৃষিমন্ত্রী বলেন, “গত বছর চাষিরা দাম পায় নাই। ব্যবসায়ীরাও লাভ করতে পারে নাই। তাই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগ্রাসী মনোভাব নিয়ে দাম বাড়াচ্ছে। কোনোক্রমেই ৪০ থেকে ৪৫ টাকা আলুর কেজি হওয়ার কথা না।”

আব্দুর রাজ্জাক আরও বলেন, “ইতোমধ্যে আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আশা করি দাম কমে আসবে। তবে স্থায়ী সমাধানের জন্য আরও দুই বছর সময় লাগবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!