• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, যা জানাল আবহাওয়া অধিদপ্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ১১:০৯ পিএম
ঢাকায় হঠাৎ শিলাবৃষ্টি, যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানীতে হঠাৎ করে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ ছিল ৯ মিলিমিটার। এটি মূলত মৌসুমি বায়ু–পরবর্তী সময়ের বৃষ্টি। এ সময় বৃষ্টি খুব অস্বাভাবিক নয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, শীতের দুই–তিন মাসের মৌসুমে মাত্র কয়েকবার বৃষ্টি হয়। শীতে সেই ধরনের বৃষ্টি কিছুটা অস্বাভাবিক বটে। কিন্তু আজকের মতো মৌসুমি বায়ু–পরবর্তী সময়ের বৃষ্টি মোটেও অস্বাভাবিক নয়।

গত ১৪ অক্টোবর দেশ থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে। এখন বিচ্ছিন্নভাবে দেশের দু–এক জায়গায় সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে। এর আগে ঢাকার বাইরে দু-এক জায়গায় বৃষ্টি হয়েছে। আর আজ রাজধানীতে বৃষ্টি হলো।

আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে ওই মাসের আবহাওয়ার দীর্ঘকালীন পূর্বাভাস দেয়। নভেম্বর মাসের সেই পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। আর এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এসব লঘুচাপ থেকে একটি নিম্নচাপে, এমনকি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা কমে শীতের আমেজ আসতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!