• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০৮:৫৪ এএম
কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় কথা-কাটাকাটির জেরে মো. লিমন আহামেদ (১৮) নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার রাত আটটার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

মো. লিমন আহামেদ উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নিহত লিমনের বন্ধু দ্বীপ হাওলাদার জানান, উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা ১৪ নম্বর সেক্টরে জহুরা মার্কেটের সামনে লিমন ও তার বন্ধু আদনান মিলে একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। এ সময় সেখানে কয়েকজন বখাটে তরুণের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বখাটে যুবকদের একজন লিমন ও আদনানকে ছুরিকাঘাতে গুরুতর জখম করেন।

গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত সোয়া ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Link copied!