• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৩, ০১:১০ পিএম
মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে একটি মাদ্রাসার ছয়তলা থেকে পড়ে মো. নাজমুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে  ডেমরা সরুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার ওই মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার দোলখার গ্রামের মো. মাইনউদ্দিনের ছেলে।

নিহতের মামা মো. আকরাম হোসেন বলেন, ‘আমার ভাগ্নে ডেমরার সুরুলিয়া স্টাফ কোয়াটার দারুণ নাজাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসার ছয়তালার ছাদে গেলে হঠাৎ ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতাল ও অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!